হোম > সারা দেশ > গাইবান্ধা

‘জুয়া খেলতে গিয়ে’ নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর গাইবান্ধার ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুরোনো ফুলছড়ির গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থান থেকে পানিতে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

এর মধ্যে ফারুক হোসেন ফুলছড়ি উপজেলার দক্ষিণ উদখালী গ্রামের মৃত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া কাতলামারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

দুজনের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কালির ক্যাশ নামক চরে জুয়া খেলতে গিয়ে নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া। দুই দিন ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে তাঁদের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তবে দুজনের কীভাবে মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে খবর পেয়ে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামক স্থানে নদী থেকে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ