হোম > সারা দেশ > গাইবান্ধা

দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার কামাল হোসেন। 

গ্রেপ্তাররা হলেন, আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আ. মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। তাঁরা ফুলছড়ি উপজেলার বাসিন্দা। 

গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। গতকাল ভোর সাড়ে ৪টায় উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজার থেকে ছয়জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ দুটি ড্যাগার জব্দ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌযানে ডাকাতির জন্য বাংলা বাজারে অবস্থান করে পরামর্শ করছিল বলে স্বীকার করে গ্রেপ্তার ডাকাতেরা। তাঁদের দেওয়া তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতকদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুটি মামলা হয়েছে।

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত