হোম > সারা দেশ > গাইবান্ধা

তিন শতক জমি নিয়ে দ্বন্দ্ব, চাচার হাতে ভাতিজি খুন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে মাত্র তিন শতক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজি পাপিয়া বেগমকে (৪০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে চাচা দুলা মিয়ার (৫০) বিরুদ্ধে।

আজ শনিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিতহ পাপিয়া ওই গ্রামের নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী।

অভিযুক্ত দুলা মিয়া বিরামেরভিটা গ্রামের চান্দু খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, ৩ শতক জমির মালিকানা নিয়ে উভয়পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সকাল সাড়ে ৮টার দিকে দুলা মিয়া ও তার ছেলে রাব্বি লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপণ করতে যায়। এতে পাপিয়াসহ পরিবারের লোকজন বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচা দুলা মিয়া তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। এতে পাপিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়।

এ ব্যাপারে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা