হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বাসচাপায় নানি-নাতনির মৃত্যু 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বাসচাপায় দুজন মারা গেছে। নিহতরা হলো জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও টিয়া মণি (৫)। সম্পর্কে তারা নানি-নাতনি। একাই রাস্তা পার হচ্ছিল টিয়া মণি, এ সময় একটি গাড়ি আসতে দেখে নাতনিকে বাঁচাতে দৌড় দেন নানি। এতে দুজনই বাসচাপায় মারা যান।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নানির সঙ্গে তুলসীঘাটে আসে টিয়া মণি। এ সময় ভাপাপিঠা খাওয়ার জন্য সড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল শিশুটি। তাকে বাঁচাতে পেছনে দৌড় দেন শিশুটির নানি সাবিনা। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের