গাইবান্ধার সাঘাটা উপজেলায় অজ্ঞাত প্রাণীর হামলায় আব্দুল্লাহ আল মামুন (২) নামের এক শিশু আহত হয়েছে। আহত শিশুকে অজ্ঞাত প্রাণীর কবল থেকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ৭টায় উপজেলার ছাট যোগীপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মামুন ওই গ্রামের বিপুলের ছেলে।
আহত শিশু মামুনের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে শিশুটিকে নিজ বাড়ির আঙিনায় বসান। সেখানে রেখে শিশুটির মা টিউবওয়েলে পানি আনতে যান। এ সময় অজ্ঞাত এক প্রাণী এসে শিশুটির ঘাড়ে কামড়ে ধরে বাড়ির পাশে ধান খেতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর শিশুর আত্মচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে প্রাণীটি তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিকে দিনদুপুরে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।