হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর-মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের নজল হকের ছেলে অটোরিকশার চালক নুরুল ইসলাম (৪৮), সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের আ. ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), তাঁর স্ত্রী শিমু সরকার (২৪) ও নিহত শিমুর ভাই শাকিল মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। অপরদিকে, আহতাবস্থায় অটোরিকশার চালক নুরুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের পরিদর্শক মশিউর রহমান বলেন, ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। পরে আহতাবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু