গাইবান্ধার সাঘাটায় আগুনে শহিদুল ইসলাম নামের এক কৃষকের শয়নঘর এবং দুটি গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে। গতকাল শনিবার ঈদুল ফিতরের রাতে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পটল পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলি এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, ঈদুল ফিতরে শহিদুল ইসলাম তাঁর বৃদ্ধ বাবাকে বাড়িতে রেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে প্রথমে শয়নঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনা টের পেয়ে শহিদুল ইসলামের বাবা দ্রুত ঘর থেকে বের হয়ে জীবনে রক্ষা পান। তবে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে গিয়ে শয়নঘর, ঘরের ভেতরে থাকা ধান, চাল, টাকা-পয়সা, আসবাবপত্রসহ গোয়ালঘরে থাকা দুটি গরু, কিছু হাঁস-মুরগি পুড়ে মারা গেছে।