গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় শহীদ মিনার চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে উৎসবের এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী উৎসবের উদ্বোধন করেন।
এবারের স্লোগান ‘অশুভ বিনাশী লড়াই ঐকতানে চলি সবাই’। উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এর আগে এক আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, ৩৫ বছর উদ্যাপন পরিষদের সদস্যসচিব আরিফুল ইসলাম বাবু প্রমুখ।
দুপুর ১২টায় ইসলামিয়া হাইস্কুল মাঠে পাতা খেলা, বিকেল ৪টায় কানন থিয়েটারের নাটক ‘বউ’ এবং গাইবান্ধা থিয়েটার ও নন্দন থিয়েটারের নাটক ‘গাঁও গ্যারামের কিচ্ছা’, সন্ধ্যায় আলোচনা, কুড়িগ্রামের কৃপা সিন্ধু ও তার দলের কৃষাণ পালা-বনবাসে সীতা অনুষ্ঠিত হয়।