হোম > সারা দেশ > গাইবান্ধা

ভোটকেন্দ্রে জামায়াত কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ মজনু মিয়া ওরফে মজনু হিরো। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি মজনু মিয়া ওরফে মজনু হিরোকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মজনু হিরো বামনডাঙ্গা ইউনিয়নের মৃত আব্দুস ছাত্তার ওরফে হিরো ছাত্তারের ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

আজ রোববার বিকেলে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম রেজা। তিনি বলেন, মজনু মিয়াকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ বছরের ২২ অক্টোবর একটি হত্যা মামলা করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানায় পুলিশ।

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে