হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় হত্যা মামলায় বৃদ্ধকে মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মাদক দিয়ে হত্যা মামলার ঘটনায় রবীন্দ্রনাথ সরকার ওরফে রবি (৬০) নামের এক বৃদ্ধকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা এ রায় দেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত রবীন্দ্রনাথ সরকারের বাড়ি গাইবান্ধা শহরের স্কুল লেন এলাকায়। 

মামলার বিবরণে উল্লেখ করা হয়, রবীন্দ্রনাথ সরকার গাইবান্ধা শহরের স্টেশন রোডে হোমিও দোকানের আড়ালে স্পিরিট বিক্রি করতেন। ১৯৯৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদ্‌যাপনে রবীন্দ্রনাথ সরকারের দোকান থেকে বিষাক্ত স্পিরিট কিনে পান করে গাইবান্ধা শহরের সুইপার কলোনির ছয় ব্যক্তি মারা যান। তাঁরা হলেন বাবলু, ডাবলু, সুমিতা, ললিত কান্তি ও মিলন। এ ঘটনায় বাবলু-ডাবলুর বোন মুন্নি বাসফোর বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বলেন, ঘটনার পর থেকে আসামি রবীন্দ্রনাথ সরকার পলাতক রয়েছেন। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাই রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী হিসেবে ছিলেন সিদ্দিক হোসেন। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু