হোম > সারা দেশ > গাইবান্ধা

ধানখেত থেকে শিশুর মরদেহ: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর ধানখেত থেকে বায়েজিদ হোসেন নামের এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় সড়ক অবরোধসহ মানববন্ধন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টি পর্যন্ত গাইবান্ধা-নাকাইহাট আঞ্চলিক সড়কের কাজীর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। 

এ সময় বক্তব্য দেন বায়োজিদ হোসেনের মা রায়হানা বেগম, মাহামুদুজ্জামান প্রান্ত, ইউপি সদস্য মজনু মিয়া প্রমুখ। তাঁরা বায়োজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। 

একপর্যায়ে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন শিশুটির মাকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। 

উল্লেখ্য, ৮ মে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোরাবান্দা (বালুখোলা) গ্রামের চার বছরের শিশু বায়োজিদ হোসেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে পরদিন বায়োজিদের মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাঁচ দিন পর গত শনিবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে বালুখোলা গ্রামের একটি ধানখেত থেকে বায়েজিদের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বায়েজিদের নিখোঁজ হওয়া ও হত্যার ঘটনায় মা রায়হানা বেগমের দায়ের করা মামলায় প্রতিবেশী সিরিকুল মণ্ডলের মা ছকিনা বিবি, স্ত্রী ববিতা বেগম, ভাই শরিফুল ও ছেলে রোমান আটক রয়েছেন। এদের মধ্যে রোমান ও শরিফুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা