হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় হেরোইনের মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হেরোইনের মামলায় সিমা খাতুন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ময়নুল ইসলাম নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 

আজ সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন। রায় ঘোষণার সময় সিমা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত সিমা খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের খোকন মোলার স্ত্রী এবং দিনাজপুরের কোতোয়ালি থানার আজিজুল হকের মেয়ে। 

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. বদরুন্নাহার বেবী। তিনি বলেন, এই মামলার রায়ে তাঁরা সন্তুষ্ট। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা