হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় হেরোইনের মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হেরোইনের মামলায় সিমা খাতুন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ময়নুল ইসলাম নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 

আজ সোমবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন। রায় ঘোষণার সময় সিমা খাতুন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত সিমা খাতুন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের খোকন মোলার স্ত্রী এবং দিনাজপুরের কোতোয়ালি থানার আজিজুল হকের মেয়ে। 

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ছয় বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সিমা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. বদরুন্নাহার বেবী। তিনি বলেন, এই মামলার রায়ে তাঁরা সন্তুষ্ট। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়