হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে কোটি টাকা মূল্যের ছয় তক্ষক উদ্ধার, আটক ৪

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে কোটি টাকার মূল্যের বিরল প্রজাতির ৬টি তক্ষক (টক্কর সাপ) উদ্ধার করেছে র্যাব-১৩ গাইবান্ধার ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার রাতে উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রাম থেকে তক্ষকগুলো উদ্ধারসহ ও চারজনকে আটক করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিশ্রামগাছী গ্রামের শাহজাহান আলী (৪০), ওসমান গণি (৪০), জাকির হোসেন (২৬) ও সাহাবুল মিয়া (৩৫)। 

আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে জানান, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে প্রচারক চক্রটি তক্ষকগুলো সংগ্রহ করেছিল। প্রতিটি তক্ষক কোটি টাকা দরে একাধিক ক্রেতার সঙ্গে তাঁদের দর কষাকষি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে বুধবার রাতে বিশ্রামগাছী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিরল প্রজাতির ৬টি তক্ষক জব্দ করা হয়। এ সময় চারজনকেআটক করা হয়। 

তিনি আরও জানান, জব্দকৃত ৬টি তক্ষকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা আজকের পত্রিকাকে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা