হোম > সারা দেশ > গাইবান্ধা

সাঘাটায় গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় এক কিশোরী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পারিবারিক নির্যাতনের কারণে ওই তরুণী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে, পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার সহকারী উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী। 

নিহত ওই কিশোরীর নাম শিলা আক্তার (১৬)। সে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গামের শহিদুল ইসলামের মেয়ে। 

স্থানীয়রা বলছেন, তিন বছর আগে স্কুলপড়ুয়া শিলা আক্তারের বিয়ে হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি দিতে বাধ্য হয়। কম বয়সে বিয়ের ফলে সংসারে বিভিন্ন কাজ-কর্ম নিয়ে পারিবারিক দ্বন্দ্ব হতো। এসব কারণে কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকত শিলা। কিন্তু সেখানেও পরিবারের লোকজন মানসিক নির্যাতন শুরু করে। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার ভোররাতে গ্যাস ট্যাবলেট খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। 

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেয়েটিকে পারিবারিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে কিশোরীর পরিবার বলছে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। প্রশাসন মরদেহ দাফনের অনুমতি দিয়েছে। 

এদিকে বুধবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি। মেয়েটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আশপাশের গণমান্য ব্যক্তি, পরিবারসহ কারও কোনো অভিযোগ না থাকার কারণে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়