হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে জাহাঙ্গীর মিয়া (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে প্রতিবেশী মতিয়ারদের সঙ্গে জাহাঙ্গীরদের বিরোধ চলছিল। এ নিয়ে আজ দুপুরে দুপক্ষে সংঘর্ষ হয়। তাতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের খোকা ব্যাপারীর ছেলে।

এ সময় আহত সোনা মিয়া (৩২), মাসুদ মিয়া (২৮) ও হাফিজুর রহমানকে (৩০) গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫