হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে জাহাঙ্গীর মিয়া (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে প্রতিবেশী মতিয়ারদের সঙ্গে জাহাঙ্গীরদের বিরোধ চলছিল। এ নিয়ে আজ দুপুরে দুপক্ষে সংঘর্ষ হয়। তাতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের খোকা ব্যাপারীর ছেলে।

এ সময় আহত সোনা মিয়া (৩২), মাসুদ মিয়া (২৮) ও হাফিজুর রহমানকে (৩০) গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের