হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মঞ্জুয়ারা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পাড়ের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে জামতলা রেলগেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। 

মঞ্জুয়ারা বেগম ওই ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের মো. আক্তার আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানায়, মঞ্জুয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেলা ১১টার দিকে ওই নারী রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়। এ সময় ঘটনাস্থলেই মঞ্জুয়ারা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রেনে কাটা পড়ে মঞ্জুয়ারা বেগম নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই নারীর স্বজনেরা বস্তায় করে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’ 

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫