গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে ওসমান গণি (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ওসমান গণি উপজেলার বেড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি জাল নিয়ে বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদীতে মাছ ধরতে যান। নদীতে ডুব দিয়ে তিন আর ওঠেননি। পরে সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশন এবং রংপুর ডুবুরি দল ওসমানকে উদ্ধার করতে যৌথ অভিযান চালায়। তবে এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা পৌনে ৬টা) পর্যন্ত ওসমান গণিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।