হোম > সারা দেশ > গাইবান্ধা

রংপুর চিনিকল চালুর দাবিতে মহিমাগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করে দেওয়া গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারী শিল্পকারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল পুনরায় চালুসহ বকেয়া টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ দুপুরে চিনিকল প্রাঙ্গণে রংপুর চিনিকল পুনরায় চালু ও রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

প্রথমে চিনিকলের প্রধান গেটে বিক্ষোভ ও পরে সেখানেই মানববন্ধন করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দিলে তা বড় সমাবেশে রূপ নেয়।

এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার বিনা কারণে গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্পকারখানা রংপুর চিনিকলসহ ছয়টি চিনিকলকে অন্যায়ভাবে বন্ধ করে একটি অশুভ সিন্ডিকেটের হাতে দেশের চিনির বাজার তুলে দিয়েছিল। এ কারণে চিনির দাম এক লাফে প্রায় চার গুণ বেড়ে যায়। পাশাপাশি এই চিনিকলের কাজ নেই, মজুরি নেই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে অবৈধভাবে দেড় কোটি টাকা কেটে রেখে তা&দের মানবেতর জীবন যাপনে বাধ্য করে।

অবিলম্বে চিনিকল চালু করা ও গরিব শ্রমিক-কর্মচারীদের পাওনা টাকা ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দ্রুততম সময়ে এ দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ছাত্রনেতা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সোহেল, আবু বক্কর সিদ্দিক, রবিউল ইসলাম খাজা, অধ্যাপক নূরুল ইসলাম সরকার, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাবু মিয়া, মোটরশ্রমিক নেতা লাবু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাজ্জাদ হোসেন সাগর, ছাত্রনেতা নূর আলম, নূরে আলম সিদ্দিক, শিক্ষার্থী অর্ণব, ছাত্রনেতা রাহেলা সিদ্দিকা প্রমুখ।

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ