হোম > সারা দেশ > গাইবান্ধা

ধর্ষণে অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী, ৩ দিনের রিমান্ডে উপসচিব

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার সাবেক উপসচিব জয়নাল আবেদীন ওরফে লাল মিয়া সরদারকে (৬৬) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যায় জেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস এ আদেশ দেন। আজ সোমবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম। 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। 

জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়া উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে। তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় জয়নাল আবেদীন সরদার ওরফে লাল মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, সোনারায় ইউনিয়নের চন্দ্র গ্রামের জেলে পরেশ চন্দ্রের বাড়ির পাশে আসামি জয়নাল আবেদীন ওরফে লাল মিয়ার একটি মৎস্য খামার আছে। খামার দেখাশোনার জন্য খামারের পূর্ব পাশে একটি ঘর নির্মাণ করে। সেই সুবাদে পরেশ চন্দ্রের বাড়িতে প্রায় আসা যাওয়া করত লাল মিয়া। এতে সুযোগ বুঝে বিভিন্ন সময় পরেশ চন্দ্রের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে খামারে নিয়ে ধর্ষণ করতেন। কিছুদিন থেকে ওই বুদ্ধি প্রতিবন্ধীর শারীরিক পরিবর্তন দেখা যায়। এতে পরিবারের লোকজন ও স্থানীয়দের সন্দেহ হলে কিশোরিকে গত ৭ আগস্ট ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আলট্রাসনোগ্রাফি করায়। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখা যায় বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরি ২১ সপ্তাহ ৪ দিনের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ওই কিশোরির বাবা পরেশ চন্দ্র বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়