হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ট্রাকচাপায় নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় রওশন আরা (২৮) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ শহরের জাহানারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রওশন আরা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি ট্রাক গোবিন্দগঞ্জে শহরের জাহানারা মার্কেটের সামনে ওই নারীকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর ছিটকে পরে যান। এরপর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় মহাসড়কের ওপরই ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। ওই নারী প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাহবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু