হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে ভিজিএফের ৮০ বস্তা চাল জব্দ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দের ৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পবনাপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান নয়ন। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণের জন্য পবনাপুর ইউপি চেয়ারম্যান বরাদ্দ পান। 

সেখান থেকে ৮০ বস্তা চাল ব্যাপারীরা কিনে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। 

বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশের রাস্তা থেকে কয়েকটি ভ্যানে থাকা ৮০ বস্তা চাল জব্দ করা হয়। 

এ বিষয়ে জানতে পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান চাল জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এসব চাল ব্যাপারীরা কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের