হোম > সারা দেশ > গাইবান্ধা

দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের সভা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় দুর্নীতি ও দুঃশাসন রুখে দাঁড়ানোর আহ্বানে সভা করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার বিকেলে গাইবান্ধা পৌর শহিদ মিনার চত্বরে এ সভা হয়। এতে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মণের সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য দেন, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন নান্নু, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, বাসদের গাইবান্ধা জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সহসাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, বাসদের (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যা, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা মৃণাল কান্তি বর্মণ প্রমুখ। 

সভা সঞ্চালনা করেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান আমলের ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশ আজ ২ হাজার ২০০ পরিবারের হাতে বন্দী। রাষ্ট্রীয় মাফিয়া ও রাস্তার মাফিয়ারা আজ দেশ চালাচ্ছেন। শাসকগোষ্ঠীদের রক্ষায় দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের স্বার্থ শাসক গোষ্ঠীর কাছে উপেক্ষিত। তাই ২০ থেকে ২৫ হাজার টাকার জন্য দেশকে বাঁচিয়ে রাখা কৃষককে জেলে যেতে হয়, আর লাখ কোটি টাকা পাচারকারীরা ভিআইপি মর্যাদায় চলাফেরা করে। তাঁরা পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান।

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ