হোম > সারা দেশ > গাইবান্ধা

মোটরসাইকেল ট্যাংকির ভেতর মিলল ৫ কেজি গাঁজা, আটক ১ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল ট্যাংকির ভেতর পাঁচ কেজি গাঁজাবহন কালে শাহ আলম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার উপজেলার গিদারীপুর এলাকার মিয়াবাড়ী জামে মসজিদের বিপরীত পাশে মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার বিকেলে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম মিয়া লালমনিরহাট সদর উপজেলার দুরাকটি গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার গিদারীপুর এলাকার মিয়াবাড়ী জামে মসজিদের বিপরীত পাশে মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় শাহআলমের মোটরসাইকেলের ট্যাংকির ভেতর কৌশলে রাখা ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত শাহ আলম মিয়াকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের