গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল ট্যাংকির ভেতর পাঁচ কেজি গাঁজাবহন কালে শাহ আলম মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার উপজেলার গিদারীপুর এলাকার মিয়াবাড়ী জামে মসজিদের বিপরীত পাশে মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত শাহ আলম মিয়া লালমনিরহাট সদর উপজেলার দুরাকটি গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার গিদারীপুর এলাকার মিয়াবাড়ী জামে মসজিদের বিপরীত পাশে মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় শাহআলমের মোটরসাইকেলের ট্যাংকির ভেতর কৌশলে রাখা ৫ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত শাহ আলম মিয়াকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।