হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় পুকুরে চাষ হচ্ছে দুষ্প্রাপ্য লাল শাপলা

গাইবান্ধা প্রতিনিধি

কালের বিবর্তনে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অনেক উদ্ভিদ এবং প্রাণী। অনেকে বিলুপ্তপ্রায় এসব উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণের চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের সোনারায় সরোবর পার্কের পুকুরে চাষ করা হচ্ছে প্রায় দুষ্প্রাপ্য লাল শাপলা। শাপলা চাষে দেখা দিয়েছে বাণিজ্যিক সম্ভাবনাও। 

প্রায় দুই বিঘা আয়তনের পুকুরে লাল শাপলা যেন সবার নজর কেড়েছে। পুকুরজুড়ে এক ভিন্ন রকম সৌন্দর্য তৈরি করেছে শাপলার ফুল। এদিকে লাল শাপলা দেখতে বিনোদনকেন্দ্রটিতে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে। প্রতিনিয়তই মানুষ আসছে এই শাপলা সংগ্রহ করতে। 

সোনারহাট মাদ্রাসার শিক্ষক রেজাউল ইসলাম জানান, 'বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা লাল শাপলা চেনেন না। তিনি মনে করেন, পার্কে আসা ছেলে-মেয়েরা জানতে পারছে লাল শাপলার পরিচিতি।' 

পার্কের মালিক আরিফিন আজিজ সরদার সিন্টু জানান, বিভিন্ন জেলা থেকে লাল শাপলা সংগ্রহ করে লাগানো হয়েছে পার্কের পুকুরে। মূলত এই শাপলা আর তেমন দেখা যায় না। তাই এগুলো সংরক্ষণ ও পার্কে আসা দর্শকদের বিনোদনের জন্য পুকুরে এগুলো লাগানো হয়েছে। লাল শাপলা ঔষধি গাছ। তাই অনেকেই ওষুধের কাজে ব্যবহারের জন্য এখানে এই গাছ নিতে আসছেন। অনেকে নিজেদের পুকুরের সৌন্দর্য বাড়ানোর জন্যও এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এটাকে বাণিজ্যিকভাবেও চাষ করা যেতে পারে বলে মনে হচ্ছে। 

উপজেলা কৃষি অফিসার রাশিদুল ইসলাম জানান, লাল শাপলা একটি জলজ উদ্ভিদ এবং ঔষধিও বটে। এর অনেক গুণ রয়েছে। বিলুপ্তপ্রায় লাল শাপলা এখন আর বিলেঝিলে দেখা যায় না। তবে অনেকে বাণিজ্যিকভাবে পুকুরে চাষাবাদ করছে। আবার বিভিন্ন বিনোদনকেন্দ্রে দর্শকদের জন্য রাখা হয়েছে লাশ শাপলা। 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু