ফুলছড়ি (গাইবান্ধা): গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বজ্রপাতে আবদুল মজিদ মিয়া (৫২) নামের এক কৃষক মারা গেছেন। আজ সোমবার বিকেলে ধান খেত থেকে বাড়ি ফেরার পথে তাঁর মৃত্যু হয়।
মৃত আবদুল মজিদ মিয়া উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকালে মজিদ মিয়া আরও দুজন শ্রমিক নিয়ে বাড়ির পার্শ্ববর্তী নিজ খেতে ধান কাটতে যান। বিকেল সাড়ে ৪টায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে তাঁরা বাড়ির দিকে রওনা দেন। বাড়ি ফেরার পথে তাঁদের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মজিদের মৃত্যু হয়। এ ঘটনায় একই গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) আহত হন।
এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বজ্রপাতে মজিদ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।