হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ১৭ ধরনের অনিয়ম পেয়েছে ইসি: আনিসুর রহমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ দ্বিতীয় দফায় তদন্তে ১৭টি অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দায়ীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার আনিসুর রহমান। আজ বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।

ইসি আনিসুর বলেন, ‘গাইবান্ধার প্রতিবেদন দ্বিতীয় দফাতে ১৭টির মতো কেন্দ্রের অনিয়ম পাওয়া গেছে। জড়িতদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। সবার অপরাধ সমান নয়। যার যার অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।’ তিনি আরও জানান, ‘ইসি সবাইকে সরাসরি শাস্তি দিতে পারবে না। কিছু সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারবে।’

ইসি আনিসুর বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা এপ্লাই করব। তফসিলের পর সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে চলে আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রচেষ্টা, আমরা অব্যাহত রাখব। গাইবান্ধায় আবার ফ্রেশ নির্বাচন হবে।’

সুস্পষ্টভাবে কারা জড়িতে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জড়িতদের মধ্যে কেউ শিক্ষক আছেন। তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারবে না। মন্ত্রণালয়কে অবহিত করলে তারাই পরবর্তীতে ইসিকে জানাবে। এ সময় ডিসি-এসপিদের কেউ জড়িত কিনা জানতে চাইলে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেন ইসি আনিসুর।

এদিকে গাইবান্ধা-৫ আসনের তদন্ত প্রতিবেদন ছাড়াও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির গত নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গটি উঠে আসে। ইতো নাওকি বলেছিলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগের রাতে পুলিশ কর্মকর্তারা ভোটের বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশের এমন ঘটনার কথা শুনিনি। এখানে সুষ্ঠু নির্বাচন দরকার।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার আনিসুর জানান, এটা কোন প্রেক্ষাপটে কী বলেছেন, তারাই ভালো জানেন। এ বিষয়ে তিনি ব্যক্তিগত কোনো মন্তব্য করবেন না। তবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সবাই জানি যে কূটনৈতিক বিষয় আশয় জেনেভা কনভেনশন অনুযায়ী হয়। এখন তারা বিবেচনা করে দেখতে পারেন যে তারা কতখানি তার মধ্যে ছিল। কূটনৈতিক বিষয়ে আমরা তো মনে করি যে প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব স্বকীয়তা আছে।’

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার