হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় সাজাপ্রাপ্ত কথিত জিনের বাদশা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত কথিত জিনের বাদশা চক্রের সদস্য মোশারফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার তালুকরহিমাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোশারফ হোসেন ওই ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের বাবলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কথিত জিনের বাদশার চক্রের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২০১২ সালে প্রতারণার মামলা হয়। ওই মামলায় সিরাজগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে প্রতারণার দায়ে ছয় বছরের সাজা দেন। রায়ের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) রাতে থানার উপপরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রাম থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা আদালতে চলমান রয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘ছয় বছরের সাজার পর আসামি মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। জিনের বাদশা প্রতারণায় তার বিরুদ্ধে মামলা হয়। মোশারফ হোসেনের বিরুদ্ধে আরও তিনটি মামলা আদালতে চলমান রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু