হোম > সারা দেশ > গাইবান্ধা

৩ বছরের সাজা থেকে বাঁচতে ৬ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গ্রেপ্তার মামুন শেখ। ছবি: সংগৃহীত

তিন বছরের সাজা থেকে বাঁচতে ছয় বছর পলাতক ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মামুন শেখ (৫২)। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চারমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুন শেখ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের উসমান শেখের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আপেল মাহমুদ বলেন, ২০১৮ সালে স্ত্রীর দেনমোহরের দাবিতে করা মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি আদালত) মামুন শেখকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মামুন শেখ একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার