হোম > সারা দেশ > গাইবান্ধা

৩৭ লাখ টাকাসহ আটক প্রকৌশলীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ

নাটোর প্রতিনিধি 

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পাওয়া টাকা। ছবি: আজকের পত্রিকা

প্রাইভেট কার ও প্রায় ৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত তলব করলে যথাসময়ে হাজির হতে হবে—এমন মুচলেকা নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যার আগে ছাবিউলকে নাটোরের সিংড়া থানা থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাহী প্রকৌশলী ছাবিউল টাকাগুলো নিজের বলে দাবি করেছেন। আমরা জিডি করে জব্দ তালিকামূলে তা দুদক ও আদালতে পাঠাব। এটা যে তাঁর টাকা, তা তিনি সেখান থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুর্নীতি দমন কমিশন (দুদক) বা আদালত তলব করলে তাঁকে যথাসময়ে হাজির হতে হবে এমন মুচলেকা নিয়ে তাঁকে সন্ধ্যার আগে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া চলনবিল গেট এলাকায় পুলিশ ছাবিউলের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে। তবে ছাবিউল পুলিশকে জানান, এই টাকা জমি বিক্রির এবং গাইবান্ধা থেকে তা নিয়ে তিনি রাজশাহী নগরীর নিজ বাসায় যাচ্ছিলেন।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের