হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের গাড়ির ধাক্কায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িসহ চালক থানায় আটক আছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, রহিমা বেগম সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের কোমরপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওই রাস্তা পার হচ্ছিলেন। এই সময় দ্রুতগামী একটি  কার তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা কারের চালককে আটক করে পুলিশে দেয়।

আহত রহিমাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আটক কারটি টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলীর।

আটক চালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।’

এ বিষয়ে কথা বলতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক কল দিলেও তিনি রিসিভ করেননি।

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত