হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে ১০০ টাকা না পাওয়ায় অভিমানী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাঁশঝাড় থেকে হেলেনা খাতুন (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পৌরসভার চাষকপাড়ার হেলাল উদ্দীনের মেয়ে। আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার বাঘমারা ববনপুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

হেলেনার পরিবার সূত্রে জানা গেছে, হেলেনার আদিবাড়ি পাশের গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা গ্রামে। ছোটবেলা থেকেই আত্মীয়তার সূত্রে তাকে লালন-পালন করার জন্য চাষকপাড়ার হেলাল তাঁর বাড়িতে নিয়ে যান এবং সেখানেই তাঁর কন্যা পরিচয়ে বড় হয়। কিন্তু মানসিক রোগের কারণে সে মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেত।

এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার বিকেল থেকেই হেলেনা বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে প্রতিবেশীর কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মেয়েটির লাশ পাওয়া যায়।

মেয়েটির পালক বাবা হেলাল বলেন, ‘মেয়ে আমার কাছ থেকে ১০০ টাকা চেয়েছিল। দিতে না পারায় অভিমান করে আত্মহত্যা করতে পারে।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, কিশোরীর লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ