গাইবান্ধার পলাশবাড়ীতে নকলের দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর আমলাগাছী বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
কেন্দ্র সচিব আব্দুন নূর জানান, ইংরেজি দ্বিতয় পত্রের পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী হাতে লেখা কাগজ দেখে পরীক্ষা দিচ্ছিল। এ সময়
কেন্দ্রে দায়িত্বরত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাকে আটক করে। পরে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাকে বহিষ্কার করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।