হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্যসচিব শেফাউর রহমান শিপনের ওপর হামলা চালানো হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল রাত ১২টার দিকে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের দাবিতে গাইবান্ধা সদর থানায় অবস্থান নেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, রাতে মেলার দোকানিদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানিরা তাঁদের ওপর ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। তাতে আকাশ, মেদেহী ও শিপন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে শিপন ও আকাশের অবস্থা গুরুতর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব বায়েজিদ বোস্তামী জীম বলেন, ‘আমাদের ন্যায়সংগত আন্দোলন দমনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

এ ব্যাপারে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তসহ গ্রেপ্তারের অভিযান চলছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন। আশা করি ঘটনা সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা সম্ভব হবে।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলায় হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় গাইবান্ধার পৌর পার্কে (শহীদ মিনার চত্বর) বিক্ষোভ মিছিল বের করা হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু