গাইবান্ধার সুন্দরগঞ্জে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, দোকানে মূল্যতালিকা সংরক্ষণ না করাসহ একাধিক অপরাধে আজ মঙ্গলবার সকালে এই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম এ অভিযান পরিচালনা করেন।
আজ মঙ্গলবার সকালে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বলেন, গতকাল সোমবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার বিভিন্ন ব্যবসা কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় সাগর হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি করছিল। এ জন্য তাদের ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এ ছাড়া ব্যবসাকেন্দ্রে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং নিষিদ্ধ সাল্টু বিক্রয় ও বিপণন করার অপরাধে জননী স্টোরকে ১ হাজার এবং দেবদাস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় মুক্তা কসমেটিকসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম। জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেনের অভিযান পরিচালনার সময় পুলিশ সহযোগিতা করে।