হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে নৈশকোচের ধাক্কায় নিহত ১, আহত ৩ 

গাইবান্ধা ও পলাশবাড়ি প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের ধাক্কায় অটোরিকশার শফিকুল ইসলাম (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে অটোরিকশায় থাকা ইসলাম মিয়াসহ (৩৫) তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত শফিকুল পলাশবাড়ী উপজেলার হরিনাথ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। 

আজ সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গাইবান্ধা-নাকাইহাট সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম ও ইসলাম মিয়া নাকাইহাট বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ির দিকে আসছিলেন। গাইবান্ধা শহর থেকে ফ্রেন্ডশিপ নামে একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে গাইবান্ধা-নাকাইহাট সড়কের কামারপাড়ায় এলাকায় গেলে অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। আহত হন চালকসহ তিনজন। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম জানা যায়নি। তবে শফিকুল ইসলাম নামে এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় নৈশকোচটি পালিয়ে যায়। 

পলাশবাড়ী উপজেলার চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ রায়হান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু