হোম > সারা দেশ > রংপুর

ফুলছড়িতে শিক্ষার্থীরা নতুন বই না পেতেই স্কুল বন্ধ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

সারা দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এই সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা। বছরের শুরুতেই তাঁদের সন্তানদের হাতে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনো বই পায়নি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাপাখানা থেকে বই না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে পড়ালেখা থেকে এবং অভিভাবকেরা রয়েছেন বিপাকে।

জানা যায়, নতুন শিক্ষাবর্ষের এক মাস অতিবাহিত হতে চললেও ফুলছড়ি উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনো নতুন বছরের কোনো বই পায়নি। পঞ্চম শ্রেণি ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ইংরেজি, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান বই হাতে পায়নি। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে একটি, সপ্তম শ্রেণির ১৪টি বইয়ের মধ্যে ৭টি ছাড়া অন্য বইগুলো এখনো শিক্ষার্থীদের সরবরাহ করা হয়নি। 

এ বিষয়ে শিক্ষা কর্মকর্তারা বলছেন, ছাপাখানা থেকে বই সরবরাহ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বই সরবরাহ করা হলে যেভাবেই হোক শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। 

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম কামরুজ্জামান বলেন, ‘ছাপাখানা থেকে বই পেতে বিলম্ব হওয়ায় কিছু শিক্ষার্থী বই পায়নি। আমরা ছাপাখানার লোকজনের সঙ্গে যোগাযোগ করেছি। বই সরবরাহ পেলে যেভাবেই হোক শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।’ 

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি কিন্ডারগার্টেন,২টি এনজিও পরিচালিত বিদ্যালয় ও ১৯টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। 

ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বলেন, ‘চাহিদা অনুযায়ী নতুন বই না পাওয়ায় বই দিতে বিলম্ব হচ্ছে। এরই মধ্যে আরও কিছু বই এসেছে, যেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হচ্ছে।’ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু