হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় দেশীয় অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধা প্রতিনিধি

অস্ত্রসহ আটক চারজন। ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা শহরের হীরকপাড়া এলাকায় এই অভিযান চালায় সেনাবাহিনী। গ্রেপ্তার চারজন হলেন আজাদ মন্ডল (৩৫), মোশাররফ হোসেন (৩৩), আশাদুল ইসলাম (৪২) ও মেহেদী হাসান (২৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে উপজেলার ‘শীর্ষ সন্ত্রাসী’ আজাদ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আজাদকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তিতে বাড়ির পেছনে মাটির নিচে চাপা দিয়ে রাখা দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ছাড়া ইয়াবা, একাধিক মোবাইল ফোনসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়। পরে তাঁদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের