হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আলুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আয়রিন আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলে থাকা তাঁর স্বামী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ-চৌধুরাণী আঞ্চলিক সড়কের নাচনী ঘগেয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আয়রিন আক্তার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চৌতন্য বাজার এলাকার শাহীন মিয়ার স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় শাহীন মিয়া তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তানসহ মোটরসাইকেলে রংপুরের বাসায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আয়রিন আক্তার তাঁর স্বামী শাহীন মিয়া ও দুই শিশু সন্তানসহ গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথে আয়রিন আক্তারের মৃত্যু হয়। 

স্থানীয়রা ট্রাকটি জব্দ করলে সুন্দরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেটি থানায় নিয়ে যায়। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়