গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের আঁধারে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় হাতেনাতে আটক হন আহসান (৩০) নামের এক যুবক। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার মনোহরপুর ইউপির কুমারগাড়ী গ্রামের কুমারগাড়ী কালীমন্দিরে এ ঘটনা ঘটে। আহসান উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল গভীর রাতে দুই যুবক মন্দিরে প্রবেশ করেন। এরপর তাঁরা প্রতিমা ভাঙচুর করতে থাকেন। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসে। এ সময় আহসান নামের এক যুবককে আটক করা গেলেও অপরজন পালিয়ে যান। পরে হরিণাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে পুলিশ আহসানকে হেফাজতে নিয়ে যায়।