হোম > সারা দেশ > গাইবান্ধা

সাদুল্যাপুরে বাসচাপায় ভ্যান আরোহী নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুরে মহাসড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় জাহেরা বেগম (৫৫) নামের এক ভ্যান আরোহী নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী সৈয়দ আলী (৬০) ও সাত বছরের নাতি গুরুতর আহত হয়। গতকাল সোমবার রাতে উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহেরা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।

সাদুল্যাপুর ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর মিয়া এ তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে সৈয়দ আলী স্ত্রী-মেয়ে ও নাতিকে নিয়ে ধাপেরহাট বাসস্ট্যান্ডে যান। সেখানে তাঁর মেয়েকে ঢাকার বাসে উঠিয়ে দিয়ে ভ্যানযোগে স্ত্রী আর নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। আন্ডারপাসের টার্নেড পয়েন্টে রাস্তা ক্রস করার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জাহেরা বেগম নিহত হন। আহত সৈয়দ আলী ও তাঁর নাতিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আব্দুস শুকুর মিয়া আরও বলেন, খবর পেয়ে পলাশবাড়ী ও পীরগঞ্জের ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। লাশ উদ্ধার করে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ

ভাগ্যবদলের স্বপ্নে ছুটছেন গাইবান্ধার চরাঞ্চলের নারীরা

গাইবান্ধায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

ফুলছড়িতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১০

গাইবান্ধার ৫টি আসন: দুর্গ দখলে মরিয়া দুই দল