হোম > সারা দেশ > গাইবান্ধা

স্বামীকে রক্ষা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্ত্রীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

ঘরের টিন পাল্টানোর সময় বিদ্যুতায়িত হন মোহাম্মদ আলী। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর স্ত্রী জোসনা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে। 

বিদ্যুতায়িত হয়ে জোসনা বেগমের মৃত্যু হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোমতাজ আলী। 

পরিবারের লোকজনের বরাত দিয়ে মোমতাজ আলী জানান, আজ বিকেলে মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামের নছিমনচালক মোহাম্মদ আলী নিজের ঘরের চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কোনো সাবধানতা অবলম্বন করেননি তিনি। 

মেরামতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সঙ্গে চালের টিনসহ মোহাম্মদ আলী বিদ্যুতায়িত হন। ঘটনাটি দেখতে পেয়ে পাশে থাকা তাঁর স্ত্রী জোসনা তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত গুরুতর আহত হন। 

পরিবারের লোকজন স্বামী-স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি সদস্য মোমতাজ আলী।

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ