হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মহিলা দলের বিক্ষোভ, রাস্তা অবরোধ করে অটোরিকশা ভাঙচুর 

গাইবান্ধা প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের শেষ দিনে গাইবান্ধার সদর উপজেলার কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল করছেন মহিলা দলের নেতা-কর্মীরা। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ রোডের কদমতলী এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। 

বিক্ষোভে বিএনপির নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার  ব্যক্তিদের মুক্তি চেয়ে স্লোগান দেন। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নেতা-কর্মীরা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে চলে যান। 

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কদমতলীতে অবরোধের সমর্থনে পিকেটাররা রাস্তায় গাড়ি ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। অবরোধ ঘিরে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার