হোম > সারা দেশ > গাইবান্ধা

ঢামেকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার এক আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় সঞ্জয় পাল নামক এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। এর আগে ভোরে গাইবান্ধার বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সঞ্জয় গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে। 

ওসি মাসুদ রানা বলেন, ‘ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য নির্দেশনা দিলে আজ ভোরের দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম তাঁকে নিতে আসছে। তারা এলেই তাঁর ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এর আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন। মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়নসহ চারজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রথম গ্রেপ্তার সঞ্জয় পাল।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা