হোম > সারা দেশ > গাইবান্ধা

জামিনে মুক্তির পর কারাফটক থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

আওয়ামী লীগের গ্রেপ্তার নেতা খান মো. সাঈদ হোসেন জসিম। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় জামিনে মুক্তির পর আওয়ামী লীগের এক নেতাকে জেলা কারাগারের ফটকের সামনে থেকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরীপাড়ার (বিহারি পট্টি) মতিন মিয়ার ছেলে। হামলা, ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের তিন মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস দুই দিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (‎ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে কারা ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘তিন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই।’ তারপরও কেন গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়ে পুলিশের কাছে জানতে চান তিনি।

বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গেল বছরের ২৬ আগস্ট সদর থানায় হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি জসিম। এ ছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলাও এজাহারভুক্ত আসামি তিনি। গত ৩ এপ্রিল রাতে পৌর শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

সুদানে হামলা: শান্তিরক্ষী সবুজ মিয়ার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা

আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, ভালো মানুষ তৈরি করা: জাহিদুল ইসলাম

চা-দোকানিকে কুপিয়ে হত্যা, বাড়ির পাশের ভিটায় মিলল মরদেহ