হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা, নিহত বেড়ে ২ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত তরুণের নাম নাইমুল ইসলাম স্বচ্ছ (২০)। তিনি উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এর আগে সাগর মিয়া (২০) নামের আরও তরুণ নিহত হন। তিনি পৌর শহরের গিরিধারীপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। এ ছাড়া এ ঘটনায় সামিউল ইসলাম (২১) নামের আরও এক তরুণ আহত হয়েছেন।

এর আগে আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টেংরা-বাদিয়াখালী সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে টেংরা-বাদিয়াখালী সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে দুমড়েমুচড়ে যায়। 

স্থানীয়রা তাঁদের উদ্ধারর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। 

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাজু ইসলাম দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সরকারি পুকুরের মাছ ইউএনওসহ কর্তাদের বাসায়

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার