হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে বিস্ফোরক মামলার রিমান্ড শেষে ৪ আসামি আদালতে

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক দিনের রিমান্ড শেষে ৪ আসামিকে আদালতে পাঠিয়েছেন পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। 

রিমান্ডে থাকা আসামিরা হলেন উপজেলার পূর্ব বেলকা গ্রামের মৃত তাজির উদ্দিনের ছেলে ওয়াহেদুজ্জামান ওরফে অ্যাসিড মুন্সী (৪৫), পূর্ব শান্তিরাম গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৮), পরান গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে সুজা মিয়া (২৯) ও শান্তিরাম গ্রামের মৃত নুরুল আলম সরকারের ছেলে মোনারুল হক (৩৮)। 

আজ দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার এস. আই কমল মোহন চাকী জানান, আদালতে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার এক দিনের রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে। তাই মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

কমল মোহন চাকী আরও জানান, রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। গত ৮ সেপ্টেম্বর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় এর আগে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধায় টানা ৫ দিন পর দেখা মিলল সূর্যের

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে ভোটে থাকবে না জাপা: শামীম হায়দার

গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

গাইবান্ধায় নিজ গ্রামে শান্তিরক্ষী সবুজের লাশ দাফন

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫