হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে বিস্ফোরক মামলার রিমান্ড শেষে ৪ আসামি আদালতে

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক দিনের রিমান্ড শেষে ৪ আসামিকে আদালতে পাঠিয়েছেন পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। 

রিমান্ডে থাকা আসামিরা হলেন উপজেলার পূর্ব বেলকা গ্রামের মৃত তাজির উদ্দিনের ছেলে ওয়াহেদুজ্জামান ওরফে অ্যাসিড মুন্সী (৪৫), পূর্ব শান্তিরাম গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৮), পরান গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে সুজা মিয়া (২৯) ও শান্তিরাম গ্রামের মৃত নুরুল আলম সরকারের ছেলে মোনারুল হক (৩৮)। 

আজ দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার এস. আই কমল মোহন চাকী জানান, আদালতে আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার এক দিনের রিমান্ডের মেয়াদ শেষ হয়েছে। তাই মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

কমল মোহন চাকী আরও জানান, রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। গত ৮ সেপ্টেম্বর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় এর আগে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু