হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

শাহ সারওয়ার কবির। ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশ পৌর শহরের ঈদগাহবস্তি এলাকায় দিবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

শাহ সারওয়ার কবির গাইবান্ধা সদর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত ছিলেন। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মার্চ থেকে তিনি দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তাঁর আপন ভগ্নিপতি আলতাফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। আলতাফ হোসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ছিলেন। রাত সোয়া ৯টায় সেই বাসা থেকে তাঁকে উদ্ধার করে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘শাহ্ সারোয়ার কবির মার্চ মাস থেকে শহরের এই বাসায় আত্মগোপনে ছিলেন। তিনি গাইবান্ধায় দুটি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করি।’

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা