হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ভাড়া নিয়ে তর্ক, মারধরে ভ্যানচালকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় যাত্রীদের মারধরে রাসেল মিয়া (৩০) নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনায় একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। নিহত রাসেল মিয়া উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দকোমরপুর গ্রামের নান্দু শেখের ছেলে। 

নিহতের স্বজন ও পুলিশ বলছে, রাসেল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল সোমবার সন্ধ্যার পর তিনি যাত্রী নিয়ে রওনা হয়। এরপর ওই ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় যাত্রীরা নেমে যাওয়ার পর ভাড়া নিয়ে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে যাত্রীরা উত্তেজিত হয়ে রাসেলকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামের তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হয়। সেখানেই গভীর রাতে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে সাদুল্যাপুর থানার ওসি শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) নিহতের বাবা নান্দু শেখ বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করছেন। আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

সুন্দরগঞ্জ পৌরসভা: ২ মাস পানি দিয়ে দেড় বছর বন্ধ শোধনাগার

শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী কারাগারে

গাইবান্ধা ও নাটোর: শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা

গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু