হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে আটক ২ জনের হাসপাতালে মৃত্যু

সেনাবাহিনী

যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধায় আটক ৫ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আটক মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ ৫ জনকে আটক করা হয়। এর মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিহতদের স্বজনেরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল এবং তাঁর বাড়ির কাজের ছেলে শফিকুল ও শাহাদৎ হোসেন, রিয়াজুল ইসলাম রকিসহ ৫ জন ধস্তাধস্তি করার ফলে কয়েকজন গুরুতর আহত হন। 

আজ বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও দুপুরের দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শফিকুল ইসলাম মারা যান। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের লাশ বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে। 

গাইবান্ধা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আহত ইউপি চেয়ারম্যান সুইটের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা