হোম > সারা দেশ > গাইবান্ধা

চিরনিদ্রায় শায়িত সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানা

গাইবান্ধা প্রতিনিধি

চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম নাজিয়া সুলতানা। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ওয়াহেন্নবী মিন্টুর তৃতীয় কন্যা। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে শায়িত
করা হয়। এস. এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত রোববার থেকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

নিহতের চাচাতো ভাই এস এম সুমন মাহমুদ বলেন, মরহুমার প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা পৌর শহরের ভিএইড রোডের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে রাতেই গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়। 

৩০তম বিসিএস কর্মকর্তা এস. এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০১৭ সালে পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।

রঙের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত মিস্ত্রির মৃত্যু

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

সুদানে হামলা: ‘হামার একটাই ছোল, হামার ছোলক আনে দেও’

৩ উপজেলার দাপুটে শিক্ষাকর্তা

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশ্যে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন, আটক ৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার আহ্বায়কসহ ৬ নেতাকে শোকজ

জাসদের কেন্দ্রীয় নেতাকে এনসিপির আহ্বায়ক করায় সদস্যসচিবের পদত্যাগ

জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

গাইবান্ধায় এনসিপির আহ্বায়ক হলেন জাসদের কেন্দ্রীয় নেতা